Youtube Online Support Part-5 Channel partner verify How to add link Channel art

আমি আজিজুর রহমান আসিফ ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই । এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে । যারা জানেন না নিচের লিঙ্ক গুলো থেকে বিস্তারিত পড়ে আসবেন ।

সব গুলো টিউটোরিয়াল এর ভিডিও লিঙ্ক : https://goo.gl/q2h6kN
অনলাইন কোর্স কি = https://goo.gl/Qk92GK
পার্ট - ১ = https://goo.gl/cwBEzN
পার্ট - ২ টপিক নির্বাচন = https://goo.gl/jWAoWB
পার্ট - ৩ Channel Create & Customize = https://goo.gl/wAUFnd
পার্ট - ৪ Channel Art Create Without Softwere = https://goo.gl/ShMzxm

আজকে আমাদের পার্ট - ৫
আজকের টিউটোরিয়াল এর ভিডিও লিঙ্ক : https://youtu.be/WRJo-p3jvFY

আজকে আমরা কি কি শিখব ?
প্রথমে শিখব চ্যানেল পার্টনার ভেরিফাই কীভাবে করে ?
তারপর শিখব চ্যানেল আর্ট এ লিঙ্ক কীভাবে এড করে ।

চলুন শুরু করা যাক

১) পার্টনার ভেরিফাই কি ?
চ্যানেল পার্টনার ভেরিফাই হচ্ছে আপনার চ্যানেল আপনার মোবাইল নাম্বার এড করা । এই মোবাইল নাম্বার এড এর মাধ্যমে আপনি ইউটিউব পার্টনার এ ভেরিফাইড হলেন ।
২) সুবিধা কি ?
পার্টনার ভেরিফাই এর মূল সুবিধা হচ্ছে আপনার চ্যানেল এ মনিটাইজেনশন এড করা এবং এডসেন্স এড করে রেভিনিউ এর সুবিধা পাওয়া । আর কিছু অপশন রয়েছে যখন আপনি চ্যানেল এ যাবেন তখন দেখবেন লেখা থাকবে ।

ভেরিফাই এর জন্য প্রথমে আপনার ইউটীউব এ সাইন ইন করুন তারপর নিচের ছবির মত কাজ করুন : 


ডানদিকে কোনায় ছবির উপর ক্লিক করার পর Creator Studio তে ক্লিক করুন ।
ক্লিক করলে নিচের পেজের মত আসবে 





আসলে বাম দিক থেকে Channel এ ক্লিক করুন ।
ক্লিক করার পর নিচের পেজের মত আসবে 







আসলে চিত্রের মত Verify এ ক্লিক করুন ।
করলে নিচের পেজের মত আসবে ।




আসলে বাংলাদেশ সিলেক্ট করুন 
 তারপর নিচের ছবি দেখুন ।







ছবি দেখে ১ এ দিন Text me ২ এ দিন আপনার মোবাইল নাম্বার ।
৩ এর মতো সাবমিট এ ক্লিক করুন ।
নিচের ছবির মত আসবে 







আপনার দেওয়া মোবাইল নাম্বার এ একটা ৬ ডিজিটের কোড যাবে ।
তা ছবিতে দেখানো জায়গায় বসিয়ে Submit এ ক্লিক করুন ।
ক্লিক করলে নিচের মত আসবে ।





ছবির মতো আসলে বুঝবেন আপনার Youtube Channel Parter Verified হয়ে গিয়েছে ।







এবার আসুন আপনার Youtube Channel Art এ ভিবিন্ন লিঙ্ক কীভাবে এড করবেন ?

প্রথমে আপনার Youtube Channel এ যান । যাওয়ার পর নিচের ছবির মত দেখানো জায়গায় ক্লিক করুন ।






ক্লিক করলে নিচের ছবির মত আসবে ।







আসলে ওখানে আপনার পছন্দ মত লিঙ্ক এড করুন ।
করার পর Done এ ক্লিক করুন । 
এড করা হলে নিচের ছবির মতো শো করবে ।



ব্যাস কাজ শেষ এবার যে কেউ এখানে ক্লিক করলে তাকে আপনার দেওয়া লিঙ্ক এ নিয়ে যাবে ।

যারা আমার টিউটোরিয়াল গুলো দেখে ঠিকমত কাজ করে আমাকে চ্যানেল লিঙ্ক সহ মেসেজ দিয়েছেন তাদের আমি আমার অনলাইন কোর্স এর সাপোর্ট চ্যাট ও ফেসবুক Group এ এড করে নিয়েছি ।
যাদের চ্যানেল রয়েছে কাজ করছেন তারাও যারা মেসেজ দিয়েছেন তাদের ও এড করে নিয়ে নিয়ে ।
সবাইকে ধন্যবাদ । ভালো থাকবেন ।


No comments:

Post a Comment