Youtube Online Support Part-1

Youtube Online Support PART-1
আপনারা সকলেই আমার ইউটিউব অনলাইন সাপোর্ট এর ব্যাপারটা সম্পর্কে অবগত আছেন । যারা এখনো জানেন না তারা এই পোস্ট পড়ে আসুন https://goo.gl/Qk92GK 
এই টিউটোরিয়াল দেখে ,পড়ে যদি আপনি ঠিকমতো কাজ করেন , এক্টিভ থাকেন তাহলে এরপর এর টিউটোরিয়াল গুলো থেকে আপনি আমার সম্পূর্ণ সাপোর্ট পাবেন শেষ পযন্ত ।


একটি জিমেইল আইডি । না থাকলে এখনি সাইন আপ করে নিন ।
প্রথমে চলে যান
 Gmail.com এ ।
যাওয়ার পর নিচের ছবির মতো দেখতে পাবেন
 :


Create Account এ ক্লিক করুন । 

নিচের ছবির মতো আসবে ঃ


আপনার নাম , পছন্দের একটি মেইল দিন পাসওয়ার্ড দিন একটি ,মোবাইল
নাম্বার দিন বাংলাদেশ সিলেক্ট করে । মনে রাখবেন মোবাইল নাম্বার আপনার সাথেই থাকতে
হবে । কারণ ভেরিফাই এর জন্য একটি কোড যাবে আপনার মোবাইল এ ।

সাইন আপ এ ক্লিক করলে নিচের পেজ এর মতো আসবে
 :





I A
gree তে ক্লিক করুন ।
ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাই এর পেজ আসবে । Continue তে ক্লিক করলে মোবাইল এ একটি মেসেজ আসবে।মেসেজ থেকে কোড নিয়ে বসিয়ে অকে দিলে নিচের পেজের মতো আসবে  : 


 

আপনার জিমেইল আইডি তৈরি করা হয়ে গেলো ।
এবার আসুন ইউটিউব নিয়ে ।
প্রথম কাজ আপনার চিন্তা করা আপনি কি নিয়ে কাজ করবেন ।
১) টেকনোলজি নিয়ে টিউটোরিয়াল
?
২) গান গাইতে জানেন
?
৩) নাচতে জানেন
?
৪) বন্ধুদের সাথে মজা করতে ভালোবাসেন
?
৫) রান্না পারেন
?
৬) কাগজ দিয়ে
, কাপড় দিয়ে কিছু বানাতে জানেন ?
৭) যন্ত্রপাতি ভালোবাসেন
?
৮) অন্য কোন কিছু যা আপনি জানেন
? হতে পারে ছোটখাটো ভিবিন্ন জিনিস । আপনি ভালো ম্যাথ পারেন ,ভালো ইংরেজি পারেন এরকম হাজার হাজার জিনিস আছে । নিজেকে নিয়ে চিন্তা করুন ।কোন কাজ টা আপনি ভালো পারেন ? নিজে কে নিজে প্রশ্ন করুন ? আপনি কে ? কি পারেন ? কি করবেন ? এতদিন কি করেছেন ?
দেখবেন নিজের সম্পর্কে জানা অজানা অনেক কিছুই বের হয়ে আসবে ।
আজ এখানেই শেষ করব ।
আপনার কাজ কি
?
* টপিক খুজে বের করা । কি নিয়ে কাজ করবেন তা ঠিক করা । আপনি যদি ঠিক করতে পারেন কি নিয়ে কাজ করবেন তাহলে আমি আপনার সাথে আছি ফুল সাপোর্ট দিয়ে । আপনার দায়িত্ব শুধু এখন কি নিয়ে কাজ করবেন তা বের করা।
কি নিয়ে কাজ করবেন তা
 
Group এ পোস্ট করুন । অই টপিক নিয়ে আপনি কতটুকু ভালো জানেন তা আলোচনা করুন পোস্ট এ । আমি পোস্ট দেখব ।আপনি যদি টপিক নির্বাচন করতে পারেন আপনি কি জানেন তাহলে আমি শেষ পযন্ত আপনার সাপোর্ট এ আছি । Group এ পোস্ট করার সময় হ্যাশ ট্যাগ ব্যবহার করুন #Youtube_Online_Support
যারা নিজে কি নিয়ে কাজ করবেন তা ঠিক করতে পারবেন স্বাগতম তাদের ।তাদের জন্য একটি সিক্রেট Group ক্রিয়েট করে নিয়মিত তাদের সমস্যা নিয়ে আলোচনা ও ধাপে ধাপে ভিবিন্ন বিষয়ে টিউটোরিয়াল দেওয়া হবে ।
সব টিউটোরিয়াল সবার জন্য । পাবলিক
 Group পোস্ট হবে । কিন্তু সাপোর্ট তারাই পাবেন যারা আমার টিউটোরিয়াল দেখে তার প্রয়োগ করবে ।
আজকেই প্রমাণ হয়ে যাবে এই টিউটোরিয়াল পড়ে কত জন আমার কথা শুনে কাজ করলো আর আমার সাথে থাকবে
 
আপনাদের নিকট সময় ২ দিন টপিক নির্বাচন এর জন্য ।অনলাইন কোর্স এ আপনি থাকছেন নাকি থাকছেন না এর মাধ্যমেই নির্বাচন করা হবে ।
আর ভালো কথা কি টপিক নিয়ে কাজ করবেন বুঝে উঠতে পারছেন না তারজন্য আমি আছি । মেনশন করে আমাকে
 Group এ পোস্ট করুনমেসেজ দিন ।আমার সাথে আলোচনা করুন । আপনার ইচ্ছার কেমন তা এই দেখে প্রমাণিত হবে ।
সবাইকে ধন্যবাদ । দেখা হচ্ছে দুইদিন পর ।
এরপরের টিউটোরিয়াল হবে ইউটিউব এ চ্যানেল ক্রিয়েট
,কাস্টমাইজ এসব নিয়ে ।
#
Youtube_Online_Support


 

 


No comments:

Post a Comment