Youtube Online Support Part-07 - How to make video intros -Youtube bangla Tutorial

আমি আজিজুর রহমান আসিফ। নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।

Youtube Online Support Part-07

How to make video intros for youtube

  • প্রথমে প্রশ্ন Video Intro কি ?
আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার ভিডিও গুলোর শুরুতে সুন্দর একটি আমার চ্যানেল এর নামের ভিডিও শো করে। এটার নামই ই ভিডিও ইন্ট্রো।
  • ভিডিও Video Outru কি ?
ভিডিও এর শেষে লক্ষ্য করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল নামে একটি ভিডিও শো করে তা হচ্ছে ভিডিও আউট্রো।
  • Video Intro Outru কীভাবে বানায় ?
এগুলো গ্রাফিক্স ও ভিডিও এডিটিং এর কাজ। যেহেতু আমারা ডিজাইন পারি না সেহেতু আমরা খুব সহজ একটি ওয়েতে তা বানানো শিখবো।
  • সহজ ওয়ে টা কি ?
আমরা একটি সফটও্যার ডাওনলোড করব। তার নাম Sony Vegas . এই সফটও্যার এর মাধ্যমে আমরা Video Intro & Outru বানাবো। সফটও্যার ডাওনলোড লিঙ্ক টিউনের এর শেষে।
  • শুধু সফটও্যার দিয়েই হবে ?
না শুধু সফটও্যার দিয়ে হবে না যেহেতু আমরা ডিজাইন পারি না সেহেতু আমরা Intro আর Outru Template ডাওনলোড করে নিব।
  • Intro আর Outru Template কি ?
আগে থেকে কেউ কিছু ভিডিও তৈরি করে রেখেছে। আমরা সেগুলো ডাওনলোড করে এদিট করব। এগুলো সম্পূর্ণ ফ্রীতে। এর মানে এগুলো ইউস করলে আমরা কোন কপিরাইট ক্লেইম এ পরব না।
  • ডাওনলোড সাইট ?
ডাওনলোড করার জন্য প্রথমে Youtube এ চলে যান। গিয়ে সার্চ বার এ লিখুন Velosofy . একটি চ্যানেল আসবে। তাতে প্রবেশ করুন। এখানে দেখুন Sony vegas intro template নামে ১০২ টা template আছে। ভিডিও গুলো দেখুন যেটা পছন্দ এটা ডাওনলোড করে নিন।
 তারপর কি করবেন। Sony vegas pro ইন্সটল দিবেন। ইন্সটল আর ভিডিও এডিট লেখে বুঝানো সম্ভব না। কষ্ট করে আপনাদের নিচের ভিডিও টি দেখতে হবে।

FACEBOOK HELPING GROUP

সৌজন্য

আজিজুর রহমান আসিফ 

Tips & Tricks House

No comments:

Post a Comment